সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু

বান্দরবান পার্বত্য জেলায় আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা সদরে ৩৫ জন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করল আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ। পাঠদান কার্যক্রম শুরু হলে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয় পরিদর্শন করে উদ্যোক্তাদের প্রশংসা করেন। স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা কমিটির ট্রেজারার মোঃ আব্দুল হামিদ বলেন, আলীকদমে প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিকে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে অনেকেই মাধ্যমিকের গন্ডি পেরোতে পারে না। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা ও পরিচালনা কমিটির অদুরদর্শিতায় শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রতিকুলাবস্থা কাটিয়ে উঠতে বেসরকারী পর্যায়ে আরো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন দেখা দেয়। যার প্রেক্ষিতে এ বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা শিশু একাডেমীর সামনে একটি ভবনে স্কুলের অস্থায়ী ক্যাম্পাস করা হয়েছে। প্রতিষ্ঠাতা কমিটির সদস্য অংশেথোয়াই মার্মা ও এম. কফিল উদ্দিন জানান, ২০১৪ সালে আলীকদমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮৫২ জন শিক্ষার্থী পাস করে। উপজেলায় সরকারী ও নিবন্ধিত চারটি এবং একটি অনিবন্ধিত বিদ্যালয়সহ মোট পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে স্বল্পসংখ্যক আসনে ভর্তির পর অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ না পেয়ে ঝরে পড়ার আশংকা দেখা দেয়। ঝরে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টি ও মাধ্যমিক স্তুরে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। স্কুল সূত্র জানায়, আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, বিশিষ্ট ঠিকাদার অংশেথোয়াই মার্মা, আব্দুল হামিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল হামিদ, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. কফিল উদ্দিন এবং তরুন শিক্ষানুরাগী উইলিয়াম মার্মা এমএ। পরিচালনা কমিটির সদস্যরা জানান, চলতি জানুয়ারীর দ্বিতীয়ার্ধ্বে প্রতিষ্ঠানটি চালুর উদ্যাগ নিলে একটি মহলের প্রতিবন্ধকতায় যথাসময়ে পাঠদান কার্যক্রম শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ষড়যন্ত্রের ভ্রুকুটি উপেক্ষা করে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হলো। কয়েকদিনের মধ্যে বিদ্যালয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক মমতাজ উদ্দিন আহমদ বলেন, আলীকদমে প্রতিবছর পিএসসিতে বহু শিক্ষার্থী পাস করে। কিন্তু মাধ্যমিক বিদ্যালয় স্বল্পতার কারণে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা পায় না। এ বাস্তবতায় নতুন মাধ্যমিক স্কুলের প্রয়োজন দেখা দেয়। সকলের সহযোগিতায় এ স্কুলটি পর্যায়ক্রমে কলেজে উন্নীত করা হবে বলে জানান তিনি। - মমতাজ উদ্দিন আহমদ সভাপতি, আলীকদম প্রেস ক্লাব। মোবাইল : ০১৫৫৬৫৬০১২৬ / ০১৮২০৪০৪৭৬০। তারিখ : ২৯/০১/২০১৫ ইং।>

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর মনোগ্রাম


আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ


‘আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠাকল্পে অনুষ্ঠিত প্রথম সভার কার্য বিবরণী

সভার তারিখ    : ০১ জানুয়ারী, ২০১৫ ইংরেজী
সময়                 : বিকাল ৩.০০ ঘটিকা
সভার স্থান       : আলীকদম প্রেস ক্লাব, বান্দরবান পার্বত্য জেলা

অদ্য ০১/০১/২০১৫ ইং, রোজ- বৃহস্পতিবার, বিকাল ৩.০০ ঘটিকার সময় আলীকদম প্রেস ক্লাব সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে  আলীকদম উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বিদ্যালয় স্থাপনকল্পে এক জরুরী আলোচনা সভা আলীকদম প্রেস কাবের অনুষ্ঠিত হয়সভায় নিম্নোক্ত আলোচ্য বিষয়ের আলোকে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়

আলোচ্য বিষয়ঃ-
১.    আলীকদম উপজেলা সদরে স্কুল এন্ড কলেজস্থাপনকল্পে আলোচনা প্রসঙ্গে
২.    স্কুলের নামকরণ ও স্কুল ক্যাম্পাস নির্ধারণ সংক্রান্ত আলোচনা
৩.    স্কুল ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত আলোচনা
৪.    শিক্ষক নিয়োগ সংক্রান্ত আলোচনা
৫.    পাঠদান কার্যক্রম চালু ও উদ্বোধন সংক্রান্ত আলোচনা
৬.    বিবিধ

উপস্থিত সভ্যণ্ডলীর নাম                  স্বাক্ষর
১.    জনাব  অংশেথোয়াই মার্মা            স্বাক্ষরিত
২.    জনাব আব্দুল হামিদ                      ”
৩.    জনাব উইলিয়াম মার্মা                   ”
৪.    জনাব মমতাজ উদ্দিন আহমদ       ”
৫.    জনাব এম. কফিল উদ্দিন             ”

অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন

১নং প্রস্তাব ও সিদ্ধান্ত : স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা
সভার সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমদ বলেন, আলীকদম উপজেলায় ছাত্র-ছাত্রী অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রতিবছর শত শত শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেনাউপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নেওয়া পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ শিক্ষাবর্ষে আলীকদমে সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়সমুহ থেকে ৮৬৩ জন ছাত্র-ছাত্রী প্রাইমারী সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশগ্রহণ করেএরমধ্যে ৮৫২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়বর্তমানে আলীকদমে একটি সরকারী উচ্চ বিদ্যালয়সহ ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ৩৫০ থেকে ৪০০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে বলে জানতে পেরেছিএ অবস্থায় আরো অন্তত সাড়ে ৪শপিএসসিতে কৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীরা অত্র আলীকদমের মাধ্যমিক বিদ্যালয়সমুহে ভর্তির সুযোগ না পেয়ে ড্রপআউট হওয়ার আশংকা দেখা যাচ্ছেতাছাড়া অত্র উপজেলার অধিকাংশ অভিভাবকই দরিদ্রতাঁদের অনেকের পক্ষে ছেলেমেয়েদেরকে উপজেলার বাইরে নিয়ে গিয়ে কোন প্রতিষ্ঠানে ভর্তি করানো সম্ভব নাও হতে পারে

তাছাড়া আলীকদম উপজেলায় অধিকাংশ বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যাক শিক্ষক না থাকার কারণে শিক্ষার গুণগত মান থেকে এলাকার ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিভাবক মহল থেকে জানা যায়  পাশাপাশি অনেক শিক্ষার্থী ভাল ফলাফল করা সত্ত্বেও দেশের খ্যাতিসম্পন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশানুরূপভাবে কৃতকার্য হতে পারছেনা

মাধ্যমিক স্তুরের বিদ্যালয় সংকট ছাড়াও উপজেলা সদরে শিশু শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্তরে বেসরকারী পর্যায়ে প্রতিযোগিতামূলক কোন শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি গড়ে উঠেনিএমতাবস্থায় অত্র উপজেলার ছাত্র-ছাত্রীদের গুণগত মানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে নতুন একটি স্কুল প্রতিষ্ঠা এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষালাভে আলীকদমবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা পূরণে একটি কলেজ প্রতিষ্ঠা করা সময়ের দাবীতে রূপ নিয়েছেতিনি এলাকার চাহিদা পূরণে এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি স্কুল এন্ড কলেজ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান
সভায় উপস্থিত সদস্য উইলিয়াম মার্মা সভাপতির উপস্থাপিত বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে বলেন যে, স্বাধীনতার ৪৩ বছর অতিক্রান্ত হওয়ার পরও অত্র আলীকদম উপজেলায়  উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ লাভের জন্য কোন কলেজ প্রতিষ্ঠা হয়নিতিনি আগামী প্রজন্মের উচ্চ শিক্ষালাভের সুযোগ সৃষ্টির জন্য বেসরকারীভাবে প্রস্তাবিত স্কুলের সাথে ভবিষ্যতে ধাপে ধাপে কলেজ চালুকরণের জন্য সকলের উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেন

উপস্থিত সকল সদস্য আলীকদমে শিক্ষা গুণগত মানোন্নয়নে প্রস্তাবিত স্কুল এন্ড কলেজ চালুর জন্য স্বেচ্ছায় প্রয়োজনীয় অনুদান প্রদানের আশ্বাস দেনএ কাজ বাস্তবায়নে সকলে মেধা, শ্রম ও সাহস যোগানোর জন্য প্রশাসন ও আলীকদমবাসীর নিকট প্রত্যাশা করেন 
                           
সভার সভাপতি উপস্থিত সকলের কাছে স্কুল বাস্তবায়নে এককালীন অনুদান ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সদস্য     জনাব আব্দুল হামিদ নগদ ১,০০,০০০/- টাকা, জনাব অংশেথোয়াই মার্মা নগদ ১,০০,০০০/- টাকা, জনাব এম. কফিল উদ্দিন নগদ ১,০০,০০০/- টাকা, জনাব উইলিয়াম মার্মা নগদ ১,০০,০০০/- টাকা, জনাব মমতাজ উদ্দিন আহামদ নগদ ,০০,০০০/- টাকা প্রদানের আশ্বাস দেন

অনুদানের টাকা আগামী ২০ জানুয়ারীর মধ্যে সভাপতি অথবা সদস্য সচিবের নিকট জমা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে অনুদানের টাকাসমুহ জমা রাখার জন্য অত্র আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজএর নামে সোনালী ব্যাংক লিঃ, আলীকদম শাখায় একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাশ ও গৃহীত হয় 

২নং প্রস্তাব ও সিদ্ধান্ত : নামকরণ
জনাব আব্দুল হামিদ উপস্থিত সকলের কাছে প্রস্তাবিত স্কুল এন্ড কলেজ এর নামকরণ করার জন্য একটি করে নামপ্রস্তাবের আহ্বান করেন

উক্ত আহ্বানের প্রেক্ষিতে উপস্থিত সদস্য জনাব উইলিয়াম মার্মা আলীকদম মডেল স্কুল এন্ড কলেজ’, জনাব আব্দুল হামিদ আলীকদম গ্রামার স্কুল এন্ড কলেজ’, জনাব অংশেথোয়াই মার্মা আলীকদম বিদ্যা কানন স্কুল এন্ড কলেজএবং জনাব মমতাজ উদ্দিন আহমদ আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজনামকরণ করার পক্ষে প্রস্তাব রাখেন

প্রস্তাবিত চারটি নামকরণথেকে একটি নাম বাছাই করার জন্য জনাব এম. কফিল উদ্দিন লটারীর মাধ্যমে নির্ধারণ করার প্রস্তাব রাখেনউক্ত প্রস্তাবে সকলে একতমত পোষণ করে জনাব উইলিয়াম মার্মাকে লটারী পরিচালনার দায়িত্ব দেন

লটারীর মাধ্যমে আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজনামকরণটি উঠে আসলে সকলেই এই নামকরণের পক্ষে একাত্মতা পোষণ করেন

সভায় উপস্থিত জনাব মমতাজ উদ্দিন আহমদ প্রস্তাব করেন, যেহেতু প্রতিটি স্কুলে জানুয়ারী থেকেই পাঠদান কার্যক্রম শুরু হবে সেহেতু আমাদের প্রস্তাবিত স্কুল এন্ড কলেজে প্রথম পর্যায়ে ষষ্ঠ শ্রেণী থেকে পাঠদান কার্যক্রমও শুরু করতে হবেতাই স্কুল ক্যাম্পাস হিসেবে উপজেলা সদরে অব্যবহৃত আলীকদম শিশু একাডেমীকে অনুমতি সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে কিনা উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করার প্রস্তাব করেনতিনি আরো বলেন, পরবর্তীতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়ায় অথবা চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কিংবা সদর ইউনিয়নের পান বাজার এলাকায় আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজএর স্থায়ী ক্যাম্পাস করা যেতে পারে
উপস্থিত সদস্য জনাব অংশেথোয়াই মার্মা বলেন, অব্যবহৃত শিশু একাডেমীর পাশাপাশি আমার পরিবারের মালিকানাধীন ভবনকে আলোচনা সাপেক্ষে অস্থায়ীভাবে স্কুল ক্যাম্পাস হিসেবে চালু করা যেতে পারে
সভায় উপস্থিত সকলে প্রস্তাবিত সিদ্ধান্তে একাত্মতা পোষণ করেন

৩নং প্রস্তাব ও সিদ্ধান্ত : স্কুল ম্যানেজিং কমিটি গঠন, পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা নির্ধারণ
সভায় উপস্থিত সদস্য জনাব এম. কফিল উদ্দিন বলেন যে, স্কুল প্রতিষ্ঠালগ্নে ও প্রতিষ্ঠাত্তোর কার্যক্রম সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা, প্রশাসনের সাথে সমন্বয় সাধন, অভিভাবক ও জনগণকে উদ্বুদ্ধকরণের একটি ম্যানেজিং কমিটি গঠন করা প্রয়োজন

সভায় উপস্থিত সদস্য জনাব উইলিয়াম মার্মা বলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোতাকাব্বীর আহমেদ শিক্ষার জন্য উদ্যমী একজন সরকারী কর্মকর্তাতাই অত্র বিদ্যালয়ের গোড়াপত্তন করার জন্য উনার কিছু পরামর্শ ও দিক-নির্দেশনা আমাদের প্রয়োজন হতে পারেতিনি অদ্যকার সভায় ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি অত্র স্কুল বাস্তবায়নের জন্য পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা হিসেবে জনাব মোতাকাব্বীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদমকে রাখার জন্য প্রস্তাব করেন

উপস্থিত সকল সদস্য তাঁর মতামতকে স্বাগত জানিয়ে ইউএনও মোতাকাব্বীর আহমেদকে পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা করার জন্য একাত্মতা পোষণ করেন

সভায় বিস্তারিত আলোচনান্তে নিম্নোক্ত স্কুল ম্যানেজিং কমিটি গঠিত হয়
স্কুল বাস্তবায়ন কমিটি/পরিচালনা পর্ষদ গঠন :-
১.  জনাব মমতাজ উদ্দিন আহমদ, সভাপতি, আলীকদম প্রেস ক্লা - আহ্বায়ক   
২.  জনাব অংশেথোয়াই মার্মা, প্রোঃ মা-মাতামুহুরী রাইস মিল ও সমিল, আলীকদম - সদস্য
৩. জনাব আব্দুল হামিদ, সভাপতি, ছাবের মিয়া পাড়া আব্দুল হামিদ সঃ প্রাঃ বিদ্যালয় - সদস্য       
৪. জনাব এম. কফিল উদ্দিন, সভাপতি, নয়াপাড়া সঃ প্রাঃ বিদ্যাঃ পরিচালণা কমিটি - সদস্য
.  জনাব উইলিয়াম মার্মা, শিক্ষানুরাগী, আলীকদম, বান্দরবান - সদস্য সচিব   

৪নং প্রস্তাব ও সিদ্ধান্ত : শিক্ষক নিয়োগ
সভায় উপস্থিত সদস্য জনাব অংশেথোয়াই মার্মা চলতি ২০১৫ শিক্ষাবর্ষে স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য শিক্ষক নিয়োগের বিষয়ে আলোচনার প্রস্তাব রাখেন

তাঁর প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত সকল সদস্য একজন প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেনসভায় বেসরকারী বিদ্যালয় পরিচালনা বিধিমালা মতে প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে সকলে একমত পোষণ করেনপ্রাথমিক অবস্থায় স্কুলের শ্রেণী কার্যক্রম শুরু করা জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গদের শিক্ষক ও স্টাফ হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়
জনাব আলী আকবর, এমএ    : প্রিন্সিপাল
জনাব নুরুল ইসলাম, বিএসসি  : সহকারী শিক্ষক
জনাব হানি চন্দ্র ত্রিপুরা          : সহকারী শিক্ষক
জনাব সাতুল বড়ুয়া  : অফিস সহকারী কাম শিক্ষক।

৫নং প্রস্তাব ও সিদ্ধান্ত : পাঠদান কার্যক্রম চালু
সভায় উপস্থিত সদস্য জনাব উইলিয়াম মার্মা বলেন, যেহেতু চলতি শিক্ষাবর্ষের জানুয়ারী থেকেই ছাত্র-ছাত্রী ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু করতে হবে সেহেতু তিনি অতিদ্রুত এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান
তাঁর আহ্বানের প্রেক্ষিতে উপস্থিত সদস্য জনাব এম. কফিল উদ্দিন প্রস্তাব করেন যে, আগামী ১০/০১/২০১৪ ইং থেকে ২০ জানুয়ারী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি, ২১ জানুয়ারী থেকে শ্রেণী কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হোকএ প্রস্তাবের ওপর আলোচনান্তে সকলে একমত পোষণ করেন

অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় এখানেই সভার সমাপ্ত ঘোষণা করেন

স্বাক্ষরিত/
(মমতাজ উদ্দিন আহমদ)
আহ্বায়ক
আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ
আলীকদম, বান্দরবান

স্মারক নং- আআস্কুলএন্ডকলেজ/২০১৫-০১ (১৪)                 তারিখ : ০১/০১/২০১৫ ইং
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো-
১.    মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
২.    মাননীয় চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
৩.    জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা
৪.    জোন কমা-ার, আলীকদম জোন, আলীকদম, বান্দরবান
৫.    চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলীকদম, বান্দরবান
৬.    উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, বান্দরবান
৭.    ভাইস চেয়ারম্যান (পুরুষ/মহিলা), উপজেলা পরিষদ, আলীকদম, বান্দরবান
৮.    জেলা শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা
৯.    চেয়ারম্যান, ১নং আলীকদম/চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ, আলীকদম, বান্দরবান
১০.    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আলীকদম, বান্দরবান
১১.    উপজেলা শিক্ষা অফিসার, আলীকদম, বান্দরবান
১২.    প্রধান শিক্ষক, .................................................................., আলীকদম, বান্দরবান
১৩.    প্রধান শিক্ষক ................................... সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান
১৪.    জনাব .......................................................................

স্বাক্ষরিত/
(উইলিয়াম মার্মা)
সদস্য সচিব
আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ
আলীকদম, বান্দরবান